শুক্রবার ৬ মে ২০২২ - ১৭:৩২
করোনায় আক্রান্ত ও মৃত্যু পরিসংখ্যান

হাওজা / গত ৪মে ২০২২ ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়েছে নতুন করে ১২৪১জন এবং মারা গেছে ২২৭ জন এবং ৫মে ২০২২ একদিনের ব্যবধানে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪০৬ জন।

মুহাম্মদ আবদুর রহমান

গত ৪মে ২০২২ ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়েছে নতুন করে ১২৪১জন এবং মারা গেছে ২২৭ জন এবং ৫মে ২০২২ একদিনের ব্যবধানে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪০৬ জন এবং মৃত্যু বরণ করেছে ৪৩৮ জন !!!!!

কেমন বল্গাহীন লাগামহীন অর্থাৎ অনির্দেশ্য ও অনিশ্চিত ( unpredictable) ধরণের উঠানামা ! এটা কেন ? এর সঠিক জবাব কে দেবে? ৮৬% এর অধিক মানুষকে টিকা দিয়েও ব্রিটেনে করোনায় আক্রান্ত ও মৃত্যু হার এত বেশি অথচ বাংলাদেশে ৭৫% মানুষকে টিকা দিয়েও ব্রিটেনের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক অনেক অনেক কম ও বেশ কিছু দিন যাবৎ কোনো মৃত্যুও হয় নি এ রোগে ?!!

এরপরেও কিছু নাদান মুর্খ বলবে বা বলছে : আরে ব্রিটেনে যে ১৩ - ১৪ % মানুষ একদম টিকা নেয় নি তাদের মধ্য থেকেই এখন ব্রিটেনে করোনায় আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে !!! তাহলে পাশ্চাত্যের এ সব গর্দভ হাদারাম উজবুগ গবেট শয়তান পাচাটা দাসদের বলতে হয়: তাহলে বাংলাদেশে ২৫% মানুষ একদম টিকা না নিয়েও কেন এ দেশে বেশ দীর্ঘ সময় ধরে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা প্রায় শূন্যের কাছে নেমে এসেছে?

পাশ্চাত্যের এ সব পা চাটা উচ্ছিষ্ট ভোগী চাকর বাকর ও ভৃত্যের কাছে গ্রহণযোগ্য তাত্ত্বিক বৈজ্ঞানিক যৌক্তিক কোনো ব্যাখ্যা আছে কি ?এরা পাশ্চাত্য পূজারী , বস্তুবাদী বিবেক ও ঈমানহীন অপরাধীও বটে । তাই এ প্রশ্নের সঠিক জবাব এদের কাছ থেকে কখনোই আশা করা যায় না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha